নান্যাচরে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পিসিপি
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩

রাঙামাটির নান্যাচর উপজেলায় ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর থানা শাখা।
আজ শুক্রবার (১৩ জানয়ারি ২০২৩) সকাল ৯টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি’র নান্যাচর থানা শাখার সভাপতি লুইস চাকমা ও সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক উক্যচিং মারমা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর ইউনিটের প্রধান সংগঠক সুকীর্তি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর থানা শাখার সভাপতি প্রিয়তন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক পূজারী চাকমা, পিসিপি’র নান্যাচর থানা শাখার দপ্তর সম্পাদক জেকসন চাকমা ও এলাকার বিশিষ্ট মুরুব্বী হিলটন খীসা প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে অধিকার আদায়ের লক্ষ্যে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের জাতির কর্ণধার। সামনে তোমাদের আরো বহুপথ পাড়ি দিতে হবে। লেখাপড়ার পড়ার পাশাপাশি আমাদের জাতীয় অধিকার আদায়ের আন্দোলনেও সামিল হতে হবে।
তারা আরো বলেন, শাসকশ্রেণী আমাদের জাতীয় অস্তিত্ব চিরতরে মুছে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। স্কুল-কলেজে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের চলাফেরা ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা চলছে। এজন্য শিক্ষার্থীদের সংগঠিত থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি-খবরদারি বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বই ও ফুল উপহার দেওয়া হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন