নান্যাচর-বন্দুকভাঙায় গুইমারার তিন শহীদের সম্মানে শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার প্রতি শোক ও সম্মান জানিয়ে রাঙামাটির নান্যাচর ও বন্দুকভাঙায় শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকালে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর ঘোষিত কর্মসূচির সমর্থনে নান্যাচর উপজেলার নান্যচর কলেজ, কাটালতুলী উচ্চ বিদ্যালয়, সাপমারা উচ্চ বিদ্যালয়, নান্যচর মডেল উচ্চ বিদ্যালয়, বড়পুল পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মরাচেঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ চৌধুরী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিলাছড়ি স: প্রা: বিদ্যালয়, চৌইছড়ি স: প্রা: বিদ্যালয় কলকপাড়া স: প্রা: বিদ্যালয়, পুকুরছড়ি স: প্রা: বিদ্যালয়, টাকাছড়ি স: প্রা: বিদ্যালয়, হাজাছড়ি মুখ স :প্রা: বিদ্যালয়, কাবুকছড়ি স: প্রা: বিদ্যালয় ও ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ কর্মূসচি পালিত হয়েছে।
অপরদিকে, বন্দুকভাঙা ইউনিয়নে ত্রিপুরাছড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কালো ব্যাজ ধারণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গুইমারার তিন শহীদের প্রতি শোক প্রকাশ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
