নারীদের ফুটবল খেলার উপর আক্রমণকারীদের বিচারসহ তিন দাবিতে প্রতিবাদ সমাবেশ

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রংপুর, দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল খেলার উপর আক্রমণকারীদের বিচারসহ তিন দাবিতে প্রতিবাদ সমাবেশ বিভিন্ন নারী আন্দোলনের কর্মীরা। সমাবেশ থেকে নারীদের ফুটবল খেলার আয়োজনে বাধাদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে অধিকারকর্মী মারজিয়া প্রভার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তানিয়াহ মাহমুদা তিন্নী, অধিকারকর্মী জাকিয়া শিশির, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সস্পাদক রিতা চাকমা, লেখক লাবণী মণ্ডল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুস্মিতা রায় সুপ্তি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নাজিফা জান্নাত, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নুজিয়া হাসিন রাশা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক নওশীন মুস্তারিন সাথী।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি রংপুরের তারাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের অপতৎপরতায় নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়। এর আগে একই ঘটনা দিনাজপুর ও জয়পুরহাটে ঘটেছে। অথচ কিছুদিন আগেই সরকার নারী ফুটবল খেলোয়াড়দের একুশে পদকে ভূষিত করেছে।

মৌলবাদের এই অপতৎপরতা দেশব্যাপী নারীদের কোণঠাসা করছে মন্তব্য করে বক্তারা আরো বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সরকারের উপদেষ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নারী অধিকারকর্মী থাকা সত্ত্বেও বিভিন্ন শ্রেণি–পেশার নারীকে সাইবারসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। অথচ গণ-অভ্যুত্থান কোনো একক লিঙ্গের, একক ধর্মের এবং একক জাতির মানুষের ছিল না।

বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের ১৫ বছরের শাসনামলে নারীর অবস্থা যেমন ছিল, ফ্যাসিবাদ হটিয়ে গণ-অভ্যুত্থান হওয়ার পরেও নারীর তেমনই অবস্থা আছে। এখনো নারীর ওপর নিপীড়ন ও বিচারহীনতার কোনো পরিবর্তন হয়নি।

প্রতিবাদ সমাবেশে থেকে বক্তারা, রংপুর, দিনাজপুর, জয়পুরহাটে নারীর ফুটবল খেলার আয়োজনে বাধাদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খেলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে; ঘরে-বাইরে, মাঠে ও সাইবার জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সম্পত্তিতে নারীর সমানাধিকার নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More