নারী নেত্রী এন্টি চাকমাসহ তিনজনকে অপহরণের প্রতিবাদে কুদুকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

দীঘিনালায় সেনা মদদপুষ্ট নব্য মুখোশবাহিনী কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা, সাধারন শিক্ষার্থী কর্ণিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখা।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৩টা সময় আয়োজিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক নিশি চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক ঝিমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা দপ্তর সম্পাদক রিতা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সাধারন সম্পাদক আনন্দ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল (শনিবার) দিনে দুপুরে দীঘিনালা সেনা ক্যান্টনমেন্টের কয়েকশ গজের মধ্যে জনসমাগমের স্থান থেকে এন্টি চাকমাসহ তিন নারীকে প্রকাশ্য অপহরণের ঘটনা প্রমান করে পার্বত্য চট্টগ্রামে খুন, গুম, অপহরণের সাথে রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ মদদ রয়েছে।

রাষ্ট্রীয় বাহিনীর মদদে ২০১৭ সালে নব্য মুখোশ বাহিনী সৃষ্টির পরপরই তারা একের পর এক খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। ২০১৮ সালে মুখোশ বাহিনীর হোতা বর্মার নেতৃত্বে কুদুকছড়ি থেকে মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহণ করা হয়েছিল। পাহাড়ে খুন, গুম, অপহরণ, নির্ষাতন, ভূমি বেদখলের বিরুদ্ধে যারা সোচ্চার ভূমিকা পালন করছে তাদের কন্ঠ স্তব্ধ করে দেয়ার জন্য এই খুনি-সন্ত্রাসীদের ব্যবহার করছে রাষ্ট্রীয় বাহিনী।
বক্তারা অভিযোগ করে আরো বলেন, পার্বত্য চট্রগ্রামে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অসাধু কর্মকর্তারা প্রমোশন বাণিজ্যের জন্য এই নব্য মুখোশবাহিনীকে ব্যবহার করে পাহাড়ে চরম মানবাধিকার লঙ্ঘন ও পাহাড়িদের জাতিগতভাবে ধ্বংসের নীলনক্সা বাস্তবায়ন করছে। যার কারণে এ্ই সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্র মহড়া, খুন-অপহরণ-চাঁদাবাজি করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। উল্টো সেনাবাবহিনী সন্ত্রাসীদের সাথে নিয়ে সাধারণ জনগণকে অন্যায় গ্রেফতার, বাড়িঘর তল্লাশিসহ নানা হয়রানি করছে।
বক্তারা অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমা ও সাধারন শিক্ষার্থী কর্ণিয়া,নিশা চাকমাকে অপহরণ ঘটনায় জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল (২৩ সেপ্টেম্বর) সাজেকে বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর ৯১তম আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনা সভা শেষ করে মহেন্দ্র গাড়ী যোগে খাগড়াছড়ি ফেরার পথে দীঘিনালার কবাখালী বাজার এলাকা থেকে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনী হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা এবং সাধারন শিক্ষার্থী কর্ণিয়া চাকমা, নিশা চাকমাকে অপহরণ করে। এরপর আজ (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন