নারী নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের প্রতিবাদে ঢাকায় তিন সংগঠনের বিক্ষোভ
ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সেনাসৃষ্ট নব্য মুখোশ সন্ত্রাসী কর্তৃক গতকাল (২৩ সেপ্টেম্বর) সাংগঠনিক কাজ শেষে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এবং দুই কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
সমাবেশ থেকে বক্তারা অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা, ইউনাইডেট ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা। এসময় উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনে ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তানজিম হায়দার চঞ্চল প্রমূখ।
সমাবেশে নারী নেত্রী নীতি চাকমা বলেন, দিবালোকে এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণ বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটি রাষ্ট্রীয় বাহিনীর মদদে হয়েছে। সেনা সদস্য কর্তৃক কাপ্তাইয়ের স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার লক্ষে এবং এর বিরুদ্ধে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অপহরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০১৮ সালের ১৮ মার্চ রাঙামাটির কুদুকছড়ি থেকে সেনা সহায়তায় নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সস্পাদক মন্টি চাকমা ও সদস্য দয়া সোনা চাকমাকে অপহরণ করেছিল। মন্টি এবং দয়াসোনাকে অপহরণকারী সন্ত্রাসীদের বিচার না হওয়ায় গতকাল দীঘিনালায় পুনরায় একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তিনি অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশন নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের সাথে জড়িত নব্যমুখোশ দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যুবনেতা জিকো ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের অপহরণ, মুক্তিপন, খুন, হত্যা, ধর্ষণ প্রতিনিয়ত ঘটছে। এসবের বিরুদ্ধে পাহাড়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কোন পদক্ষেপ নিচ্ছে না। উপরন্তু সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে যাচ্ছে। পাহাড়ে সেনা শাসন জারি রেখে পাহাড়ি জনগণের ওপর নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। এর বিরুদ্ধে পাহাড় সমতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
ছাত্র নেতা অমল ত্রিপুরা বলেন, ফ্যাসিস্ট সরকার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। পুনর্বার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় বাহিনীগুলো দিয়ে অন্যায় ধরপাকড় ও মিথ্যা মামলায় জড়িয়ে জনগণের ওপর নিপীড়ন নির্যাতন জারি রেখেছে। নাগরিকের মত প্রকাশের অধিকারকে দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনের কার্যত শিরোনাম সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করেছে। এ সাইবার নিরাপত্তা আইনও জনগণের ওপর নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে। সুতরাং দেশের বিরাজমান অরাজক পরিস্থিতির উত্তরণের জন্য এ কালো আইন বাতিলসহ শাসকগোষ্ঠী সকল অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে পাহাড় সমতলে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন