নিজেদের মধ্যে শত্রুতা বশত: মামুন খুন, দায় পাহাড়িদের!
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তারের থানায় দায়ের করা এজাহার থেকে জানা যায় নিজেদের মধ্যে শত্রুতা বশত: তাকে খুন করা হয়েছে। অথচ এক শ্রেণীর সেটলার তার খুনের দায় পাহাড়িদের ওপর চাপিয়ে দীঘিনালা ও রাঙ্গামাটিতে ভয়াবহ সাম্প্রদায়িক হামলা চালিয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি থানায় দায়ের করা এজাহারে মুক্ত আক্তার আসামী হিসেবে তিন জন বাঙালির নাম উল্লেখ করেন। এরা হলেন মো: শাকিল (২৭), পিতা আবদুল মান্নান, শালবন (শাপলার মোড়); রফিকুল আলম (৫৫) পিতা মৃত ওবায়দুল হক, পানখাইয়া পাড়া, সদর; এবং দিদারুল আলম (৫০), পিতা মৃত ওবায়দুল হক, পানখাইয়া পাড়া। এছাড়া অজ্ঞাতনামা ১০-১২ জন পাহাড়ি ও বাঙালিকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
উক্ত এজাহারে জানা যায়, তার স্বামী মো: মামুন একজন ফার্নিচার ব্যবসায়ী এবং “মা” ফার্নিচারের মালিক। তাদের বাড়ি খাগড়াছড়ির শালবন শাপলা মোড়।
তিনি ১৭ সেপ্টেম্বর বিকেল ১৮০০ ঘটিকার সময় (সন্ধ্যা ৬টা) দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং তাদের বাড়িতে মেহমান থাকায় তিনি রাতে বাড়ি ফিরবেন না বলে তার স্ত্রীকে জানান।
গত ১৮ সেপ্টেম্বর সকালে মুক্তা জানতে পারেন যে, তার স্বামী মামুন ও দোকানের কর্মচারী শাহীনকে রাতে উল্লেখিত আসামীরা তুলে নিয়ে গেছে।
এজাহারে তিনি উল্লেখ করেন যে তার স্বামীর সাথে মো: শাকিল ও রফিকুল আলমের শত্রুতা রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।