নোবিপ্রবির আবাসিক হলের ছাদ থেকে পাহাড়ি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপ্রুশি মারমা (২১) নামের এক পাহাড়ি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি খাগড়াছড়ির গুগরাছড়ি গ্রামে বলে জানা গেছে।
গতকাল সোমবার (২০ মার্চ ২০২৩ ) রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রশাসনকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
তার সহপাঠিদের সূত্রে জানা যায়, আপ্রুশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন। তিনি আবৃত্তিসহ নানা প্রগতিশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঝুলন্ত অবস্থায় আপ্রুশি’র পায়ের জুতা এবং চশমা ঠিক জায়গায় ছিল। ফলে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে সে ব্যাপারে সঠিক তদন্তের দাবি করেছেন তার সহপাঠি ও বন্ধু-বান্ধবরা।
প্রগতিমনা এই শিক্ষার্থীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহপাঠি ও বন্ধুরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনেক সহপাঠি ও বন্ধু তার সাথে কাটানো দিনগুলোর কথা স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন। একই সাথে তারা ঘটনার সুষ্ঠু তদন্তেও দাবি জানাচ্ছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন