ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার মাইকেল চাকমার

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা তার বিরুদ্ধে রাঙামাটির অতিরিক্ত দায়রা জজ কর্তৃক সাজা প্রদানকে অবিচার ও প্রহসনমূলক উল্লেখ করে দ্ব্যর্থহীনভাবে উক্ত রায় প্রত্যাখ্যান করেছেন এবং সংবিধান প্রদত্ত মৌলিক মানবাধিকারের পক্ষে ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে আয়োজিত আজকের আলোচনা সভায় আমিও একজন আমন্ত্রিত অতিথি ছিলাম। অনুষ্ঠানে আমারও বক্তব্য রাখার কথা ছিল। আজ সকালে আয়োজক (আইন মন্ত্রণালয়ের উপসচিব)-কে ফোনে উপস্থিত থাকতে না পারার বিষয়ে অবহিত করি। আমার ওপর যা যাচ্ছে, তাতে তাকেও মর্মাহত মনে হয়েছে।”

তিনি দেশের বিবেকবান ও মানবতাবাদী সহনাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন- আমার বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র তীব্রতর হয়েছে। রাষ্ট্রের বিশেষ একটি ক্ষমতাবান গোষ্ঠী আমাকে প্রকাশ্যে রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চালাচ্ছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ১/১১-এর জরুরী অবস্থার সময়ে একটি সাজানো মিথ্যা মামলায় গত ৮ অক্টোবর রাঙামাটির অতিরিক্ত দায়রা জজ কর্তৃক এক প্রহসনমূলক বিচারের মাধ্যমে আমাকে সাজা দেওয়া হয়েছে, যা প্রচলিত বিচারব্যবস্থার পরিপন্থী। এই অবিচার ও প্রহসনমূলক রায়কে আমি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।
“আমি দেশের একজন নাগরিক হিসেবে সকল নাগরিকদের জন্য সংবিধান প্রদত্ত মৌলিক মানবাধিকারের পক্ষে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।
“দেশের সকল বিবেকবান ও মানবতাবাদী নাগরিকগণ প্রতি আহ্বান জানাই- আসুন, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে, সুষ্ঠু বিচার ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে লড়াই করি।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।