পক্ষিমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও বাড়িঘর ভেঙে দেয়ার প্রতিবাদে গুইমারায় গণপ্রতিবাদ

গুইমারা প্রতিনিধি ।। গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পক্ষিমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও সনে রঞ্জন ত্রিপুরার বাড়ি ভাঙচুর প্রতিবাদে গুইমারাতে গণপ্রতিবাদ সমাবেশ করেছে গুইমারা সচেতন এলাকাবাসী।
আজ রবিবার (১৩ জুন ২০২১) বিকাল ৪টায় গুইমারার রামসু বাজার থেকে সচেতন এলাকাবাসীর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুইমারা বাজার প্রদক্ষিন করে টাউনহলের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উক্ত গণপ্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গুইমারা কলেজের ছাত্র শান্ত চাকমা, পাইউ মারমা, অংচিং মারমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন গতকাল (১২ জুন) রাত ১১টার দিকে মহালছড়ি জোনের একদল সেনা সদস্য পক্ষিমুড়ো ঠান্ডাছড়ি গ্রামে সনে রঞ্জন নির্মাণকৃত বাড়ি ভেঙ্গে দেয়। একটি গণতান্ত্রিক দেশে এ রকম ন্যাক্কারজনক ঘটনা সত্যি খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। কিন্তু পার্বত্য চট্টগ্রামে জুম্মরা প্রতিনিয়তই এই রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়ন-নির্যাতন ও শোষণের শিকার হয়ে আসছে।
বক্তারা অবিলম্বে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ ও সনে রঞ্জন ত্রিপুরাকে ক্ষতিপূরণসহ যথাস্থানে বাড়ি নির্মাণ করে দেয়ার দাবি জানান।
এদিকে, সমাবেশ চলাকালে সেনা ও পুলিশের একটি যৌথ দল অতর্কিতভাবে এসে বাধা প্রদান ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সমাবেশ আয়োজকরা। এ সময় সেনা ও পুলিশ সদস্যরা সমাবেশের ব্যানার কেড়ে নেয় এবং হ্যান্ডমাইক ভেঙে দেয় বলে তারা অভিযোগ করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।