পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে নান্যাচরে গণপ্রতিবাদ

নান্যাচর প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও বাড়িঘর ভেঙে দেয়ার বিরুদ্ধে রাঙামাটির নান্যাচরে গণপ্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুন ২০২১) বিকাল ৩টায় ‘নান্যাচর সচেতন এলাকাবাসী’ ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে তারা অভিযোগ করে বলেন, সেনাবাহিনী নিরাপত্তার নামে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলসহ নানা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। চিম্বুক পাহাড়সহ বিভিন্ন জায়গায় পর্যটনের নামে প্রতিনিয়ত ভূমি বেদখল করা হচ্ছে।
তারা পক্ষীমুড়োতে জুম্ম গ্রামবাসীর বাড়িঘর ভেঙ্গে দেয়া ও ভূমি বেদখলের তীব্র নিন্দা জনান এবং অবিলম্বে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধের দাবি করেন।
একই সাথে তারা সাজেকের মাচলংয়ে পক্ষীমুড়োতে ভূমি বেদখলের বিরুদ্ধে আজকে আয়োজিত সমাবেশ থেকে পিসিপি নেতা রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে আটকেরও নিন্দা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।