পানছড়িতে অমর জীবন চাকমা নামে একজনকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৬ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে অমর জীবন চাকমা নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৭টা হতে ৮টার মধ্যে পানছড়ির শ্রীকুন্তিমা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত অমর জীবন চাকমা (৩০) ২ নং চেঙ্গী ইউনিয়নের রত্নসেন পাড়ার (ডুমবিল) সত্য প্রিয় চাকমার ছেলে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা মতে, জেএসএস সন্তু গ্রুপ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
জানা গেছে, নিহত অমর জীবন চাকমা এক সময় ইউপিডিএফের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি ইউপিডিএফের সঙ্গ ত্যাগ করে ঠ্যাঙাড়ে বাহিনীতে গিয়ে যোগ দেন। ঠ্যাঙাড়ে বাহিনীর হয়ে কাজ করার সময় তিনি নানা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করলে এতে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরপর তিনি আবার ঠ্যাঙাড়ে বাহিনী থেকে পালিয়ে যান এবং ইউপিডিএফের সাথে যোগাযোগ করে স্বাভাবিক জীবন-যাপনের চেষ্টা করছিলেন।
কিন্তু সম্প্রতি তিনি ভারত থেকে চোরাচালানি ব্যবসায় জড়িত হন। এ ব্যবসাকে কেন্দ্র করে সীমান্তে অবস্থানকারী সন্তু গ্রুপের সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ দ্বন্দ্বের জেরেই সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে খুন করে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
উল্লেখ্য, সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে খুন, অপহরণ, চাঁদাবাজি, চোরাচালানি ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা পানছড়ির ধুধুকছড়া এলাকা থেকে ইউপিডিএফ নেতা নূতন কুমার চাকমার ভাই উত্তম কুমার চাকমা, আরেক সদস্য জুনান চাকমার পিতা লক্ষী চাকমাসহ ৪ জনকে অপহরণ করেছে। এছাড়া গত ১৯ মার্চ মাটিরাঙ্গার তাইন্দংয়ে সুবি ত্রিপুরা নামে ইউপিডিএফের এক সদস্যকে হত্যা করেছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীর একটি স্বার্থান্বেষী মহল সন্তু গ্রুপকে সহযোগিতা প্রদান করছে বলেও অভিযোগ রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।