পানছড়িতে আজও সেনাবাহিনীর টহল

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ এলাকায় আজও (১৫ সেপ্টেম্বর ২০২৫) সেনাবাহিনী টহল দেয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ সকালে ৫টি গাড়িযোগে একদল সেনা সদস্য লোগাঙ ইউনিয়নের করল্যাছড়ি দোকানে আসে। তারা দোকানে থাকা লোকজনকে গতকাল (১৪ সেপ্টেম্বর) ড্রোনে ধারণ করা কিছু ঘরবাড়ির ছবি ও ভিডিও দেখায়।

সেনারা দোকানে কিছুক্ষণ অবস্থান করার পর পানছড়ি সদরের দিকে চলে যায়। তবে দুপুর ১:০০টার দিকে আবার ১১টি গাড়িযোগে সেনা সদস্যরা এসে অভিনাশ পাড়া ও পহরচান পাড়া এলাকায় প্রবেশ করে।

পরে বিকাল ৫:১৫টার দিকে সেনারা পহরচান পাড়া থেকে বের হয়ে পানছড়ি সদরের দিকে চলে যায়।

এদিকে, আজ বিকালে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা ধুধুকছড়া এলাকায় ৮০ জনের খানার অর্ডার দেয় বলে খবর পাওয়া গেছে। তবে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। 

উল্লেখ্য, এর আগে গতকাল (১৪ সেপ্টেম্বর) বিকালে ১৫টি গাড়িযোগে ২ শতাধিক সেনা সদস্য লোগাং বাবুড়া পাড়া-করল্যাছড়ি এলাকায় অবস্থান নিয়ে ১টি ড্রোন উড়িয়ে নজরদারি করে এবং ঘন্টাখানিক অবস্থান করার পর চলে যায়।

সম্প্রতি পানছড়ির লোগাঙ ও চেঙ্গী ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর পর পর অভিযান ও প্রতিনিয়ত টহলের কারণে এলাকার সাধারণ জনগণ হয়রানি ও নিপীড়নের আশঙ্কার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More