পানছড়িতে আবারো সেনাবাহিনীর তল্লাশি ও নিরীহ যুবককে নির্যাতন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে সপ্তাহব্যাপী চলমান সেনা অভিযানে আবারো গ্রামবাসীদের ঘর-বাড়িতে তল্লাশি ও এক নিরীহ যুবককে নির্যাতন করা হয়েছে।
জানা যায়, আজ রবিবার (৩১ আগস্ট ২০২৫) ভোররাত ৩ তিনটার দিকে জগপাড়ায় আগে থেকে অবস্থান করা ৫০/৬০ জন সেনা সদস্য এবং পানছড়ি সাবজোন থেকে ৫ গাড়ি যোগে আরো একই সংখ্যক সেনা সদস্য মিলিত হয়ে ২নং চেঙ্গী ইউনিয়নের যুবনাশ্ব পাড়ায় প্রবেশ করে পাড়াটি ঘেরাও করে।
এরপর ভোর সকালে সেনারা পূন্য জ্যোতি চাকমা (১৮), পিতা- নিশান চাকমা নামে এক যুবককে ধরে শারীরিক নির্যাতন করে।
সেনারা যুবনাশ্বর পাড়ার কার্বারি সুপ্রভাত চাকমাকে জোর করে সাথে নিয়ে অন্তত ৫ জনের ঘর-বাড়িতে তল্লাশি চালায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- শরৎ বাবু চাকমা (৫৫), পিতা- মৃত অমর চন্দ্র চাকমা ২. শিলধন চাকমা (৭০), পিতা- মৃত গোলা রাম চাকমা ৩. রামদাশ চাকমা (৬০), পিতা- দয়ারদম চাকমা, ৪. নিরশ্বর চাকমা (৬০), পিতা- মৃত দূর্গ মোহন চাকমা ও ৫. জগৎসেন পাড়ার কার্বারি আর্তিক মনি চাকমা (৫৫), পিতা- মৃত জগৎ সেন চাকমা।
তল্লাশি চালিয়ে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা পূন্য জ্যোতি চাকমাকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয় জনগণের প্রতিরোধে ছেড়ে দিতে বাধ্য হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে সেনাবাহিনী পানছড়ি উপজেলার চেঙ্গী ও লোগাঙ ইউনিয়নে ইউপিডিএফকে টার্গেট করে হয়রানিমূলক অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে বিভিন্ন গ্রামে বেশ কিছু ঘর-বাড়িতে তল্লশিসহ নানা হয়রানির ঘটনা ঘটেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।