পানছড়িতে ইউপিডিএফ সংগঠক হরিকমল ত্রিপুরার পিতার মৃত্যু, ইউপিডিএফ’র শ্রদ্ধাঞ্জলি
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ জানুয়ারি ২০২৩

ইউপিডিএফ সংগঠক হরিকমল ত্রিপুরার পিতা কুমার রতন ত্রিপুরা গতকাল রবিবার (১ জানুয়ারি ২০২৩) রাত ৯:৫৫টায় পানছড়ির লতিবান ইউনিয়নের প্রদীপ পাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আজ সোমবার (২ জানুয়ারি) তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

দাহক্রিয়া অনুষ্ঠানের আগে ইউপিডএফ সংগঠক সম্রাট চাকমা ও নিরব ত্রিপুরার নেতৃত্বে এবং পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার পক্ষে তৃষ্ণাঙ্কর চাকমা, সুনীল চাকমা ও রিপন ত্রিপুরা পুষ্পস্তবক অর্পণ করে কুমার রতন ত্রিপুরার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন