পানছড়িতে একজনকে ধরে নিয়ে পরে ছেড়ে দেয় সেনা-মুখোশরা

পানছড়ি প্রতিনিধি।। গতকাল (২৮ ডিসেম্বর ২০২১) বিকালে সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সশস্ত্র মুখোশ দুর্বৃত্তরা যৌথভাবে পানছড়ি উপজেলার নালকাবা শুকনোছড়ি এলাকায় গিয়ে গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ সময় মুখোশ দুর্বৃত্তরা শুকনোছড়ি গ্রামের ((ত্রিদেশ্বর পাড়া) বাসিন্দা বিরো কান্তি চাকমার ছেল রুনেল চাকমা (১৬)-কে রাস্তা থেকে ধরে নিয়ে তাদের সাথে ঘুরতে ও গ্রামের বাসিন্দা জাগরণ চাকমা (৪৪) ও বাবুড়ো পাড়ার বাসিন্দা প্রবিনেন্দু চাকম(৪২)-এর বাড়ি দেখিয়ে দিতে বাধ্য করে। মুখোশরা তার কাছ থেকে ইউপিডিএফ’র কাজ করে কিনা তা জিজ্ঞাসা করে বলে সে জানায়। পরে তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
পরে সেনা-মুখোশরা মিলে জাগরণ চাকমা ও প্রবিনেন্দু চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে মিশর নামে এক মুখোশ দুর্বৃত্ত জাগরণ চাকমার স্ত্রীর কাছে থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এর আগেও বেশ কয়েকবার সেনাবাহিনীর সদস্যরা শুকনোছড়ি গ্রামে হানা দিয়ে গ্রামবাসীদের ওপর নানা হয়রানি করেছে। সশস্ত্র মুখোশ দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনীর এহেন হয়রানিমলক কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন