পানছড়িতে এক বিধবা নারীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের জগপাড়ায় এক বিধবা নারীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম চুলুকপুদি চাকমা (৩৬), স্বামী- মৃত হিরোহিত চাকমা, গ্রাম- জগপাড়া, চেঙ্গী ইউপি, পানছড়ি।
জানা যায়, আজ দুপুর ১:০০টার সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সেনা দল চেঙ্গী ইউনিয়নের জগপাড়ায় উক্ত বিধবা নারীর সরকারের বরাদ্দকৃত বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়িতে না থাকলেও সেনারা বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে আলমারী ভেঙে জিনিসপত্র তছনছ করে দেয়।
অপরদিকে, একই সময় মাতুলি পাড়ায় সমসংখ্যক আরেকটি সেনাদল অবস্থান নিয়ে এলাকার লোকজনকে হয়রানিমূলক নানা প্রশ্ন করে। সেনারা আরো কয়েকজনের বাড়িও জিজ্ঞাসা করে। এতে স্থানীয়রা ধারণা করছেন সেনারা আরো অনেকের বাড়ি তল্লাশি করতে পারে।
এর আগে গত ২৫ আগস্ট হারুবিল এলাকার বাঙাল্লে পাড়ার বাসিন্দা বন কুমার চাকমা (৩৫), পিতা- সত্যজিৎ চাকমা নামে একজন মহেন্দ্র (থ্রি হুইলার) গাড়ি চালককে সেনারা মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুর হতে শতাধিক সেনা সদস্য পানছড়ি উপজেলার জগপাড়াসহ কয়েকটি স্থানে অবস্থান করছে। সেনাদের সাথে কয়েকজন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীও রয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।