পানছড়িতে এক ব্যক্তিকে অপহরণ করেছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উত্তর ধুধুকছড়া থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক ব্যক্তিকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অপহৃত ব্যক্তির নাম লক্ষী চাকমা (তুঙ্গ্যা), বয়স ৬০, পিতা- মৃত সন্তোষ চাকমা, গ্রাম- উত্তর ধুধুকছড়া, পানছড়ি, খাগড়াছড়ি। তার ছেলে ইউপিডিএফের সাথে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় বিজলী কুমার চাকমা ও বিপ্লব চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী উত্তর ধুধুকছড়া এলাকায় হানা দিয়ে নিজ বাড়ি থেকে লক্ষী চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।

রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More