পানছড়িতে এক ব্যক্তিকে অপহরণ করেছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উত্তর ধুধুকছড়া থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক ব্যক্তিকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত ব্যক্তির নাম লক্ষী চাকমা (তুঙ্গ্যা), বয়স ৬০, পিতা- মৃত সন্তোষ চাকমা, গ্রাম- উত্তর ধুধুকছড়া, পানছড়ি, খাগড়াছড়ি। তার ছেলে ইউপিডিএফের সাথে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় বিজলী কুমার চাকমা ও বিপ্লব চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী উত্তর ধুধুকছড়া এলাকায় হানা দিয়ে নিজ বাড়ি থেকে লক্ষী চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।