পানছড়িতে ‘ঐক্যের রোডমার্চ’ কর্মসূচিতে সন্তু গ্রুপ ও ঠ্যাঙাড়েদের বাধাদানের অভিযোগ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে ভ্রতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি ও সাধারণ জনতার ডাকে ‘ঐক্যের রোডমার্চ’ কর্মসূচিতে জেএসএস গ্রুপ এবং ঠ্যাঙাড়ে বাহিনী কর্তৃক বাধাদানের অভিযোগ পাওয়া গেছে।
আজ ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে এবং সকল দলকে একতার আহ্বান জানিয়ে উক্ত রোড মার্চ কর্মসূচির ঘোষণা দেয় পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি। রোড মার্চটি পূজগাং থেকে ধুধুকছড়া পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, উক্ত রোড মার্চ কর্মসূচি ভণ্ডুল করে দিতে আজ ভোর সকাল থেকে ঠ্যাঙাড়ে বাহিনীর ১০-১২ জনের একটি সশস্ত্র দল পানছড়ি সাবজোনে সেনাবাহিনীর সাথে নাস্তা করার পর পানছড়ির প্রধান সড়ক দিয়ে হেঁটে এসে বর্তমানে কানুনগোপাড়া দোকানে প্রকাশ্যে সশস্ত্রভাবে অবস্থান করছে। তারা কর্মসূচিতে না যাওয়ার জন্য জনগণকে বাধাপ্রদান করছে। আর অন্য দিকে জেএসএস সন্তু গ্রুপের কমান্ডার জয়দেব চাকমা ধুধুকছড়া এলাকার মুরুব্বীদেরকে রোড মার্চ কর্মসূচিতে অংশ না নিতে ফোনে হুমকি প্রদান করছে।
জয়দেব চাকমা তার কথায় মুখোশদের সাথে তাদের সম্পর্ক রয়েছে জানিয়ে বলেছেন, তারা এক সাথে মিলে এই কর্মসূচিতে বাধা প্রদান করছেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর ২০২৪ সকালে সন্তু গ্রুপের আরে কমাণ্ডার কলিন্স চাকমা ইউপিডএফ সংগঠক নিকোলাস চাকমাকে মোবাইলে কল করে হত্যার হুমকি দিয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।