পানছড়িতে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপের অবস্থান, সেনাবাহিনীর সাথে বৈঠকের খবর!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী ঘিলাতুলি-শনখোলা পাড়া এলকায় জেএসএস(সন্তু)-এর একটি সশস্ত্র গ্রুপ অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা এ খবর দিয়েছেন।
এদিকে, জেএসএস-এর উক্ত সশস্ত্র গ্রুপটির সাথে সেনাবাহিনীর একটি অংশের বৈঠক করার কথা জানা যাচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টার সময় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কমাণ্ডার লে. কর্ণেল কামরুল হাসান পিএসসি জেএসএস-এর সশস্ত্র গ্রুপটি সাথে বৈঠক করতে গাড়িযোগে ঘিলাতুলি-শনখোলা পাড়া এলাকায় গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
জেএসএস-এর সশস্ত্র দলের সাথে সেনাবাহিনীর বৈঠকের খবরে এলাকার জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ ঘটনাকে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুগভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।