পানছড়িতে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে জিম্মি করে মারধর, ৫০ হাজার টাকায় মুক্তি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৭ জুন ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে ডেকে নিয়ে জিম্মি করে মারধর ও ৫০ হাজার টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (৭ জুন ২০২৪) সকালে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া ব্যক্তির নাম পরিণয় দেওয়ান (৪২), পিতা- সন্তেষ বিকাশ দেওয়ান, গ্রাম- বড়কোনা, পানছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার সময় নব্যমুখোশ সর্দার দীপন আলো ও প্রদীপ চাকমা মির্জাটিলার বাসিন্দা মেম্বার সুশী মনি চাকমার মাধ্যমে ভুক্তভোগী পরিণয় দেওয়ানকে পানছড়ি বাজার ঘেষা মানিক্যে পাড়ায় ডেকে পাঠায়। তাদের কথামত তিনি সেখানে গেলে দুর্বৃত্তরা সাথে সাথে তাকে বেঁধে ফেলে এবং অমানুষিকভাবে মারধর করে।
পরে এ খবর জানাজানি হলে গ্রামের মুরুব্বীরা মানিক্যে পাড়ায় গেলে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে বিকাল ৪টায় ভূক্তভোগী পরিণয় চাকমাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
সন্ত্রাসীরা তার বিরুদ্ধে উপজেলা নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ করে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।