পানছড়িতে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি

পানছড়ি ডিগ্রী কলেজে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যাচ্ছে।
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নাপিদা পাড়ায় সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) ভোর ৫টায় এ তল্লাশির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- আন্দলাল চাকমা (৪০), পিতা- দেবরঞ্জন চাকমা, গ্রাম- নাপিদা পাড়া ও হেমরঞ্জন চাকমা(৭০) পিতা- মৃত গঙ্গাজয় চাকমা, গ্রাম নাপিদা পাড়া।
জানা যায়, গতকাল (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাত ১২ টার সময় রেজামনি ক্যাম্প থেকে ২০ জনের একটি সেনাদল বড়কোনা এলাকায় প্রবেশ করে। এরপর রাত ২টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িযোগে ৫০/৫৫ জনের আরো একটি সেনা দল রেজামনি ক্যাম্প থেকে আসা দলটির সাথে মিলিত হয়। সেনাদের সাথে ৩ জন ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসীও ছিল।
পরে সেনারা রাঙাপানি ছড়ায় গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গাড়ি রেখে সেখান থেকে পায়ে হেঁটে নাপিদা পাড়ায় প্রবেশ করে আজ (২৪ আগস্ট) ভোর ৫টার সময় আনন্দ লাল ও হেমরঞ্জন চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়।
তল্লাশি শেষে সেনারা সেখান থেকে পানছড়ি ডিগ্রী কলেজে যায়। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনারা কলেজে অবস্থান করছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।