পানছড়িতে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ: বিজিবির গুলিতে এক পাহাড়ি গুলিবিদ্ধ, আটক ১
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাঙ এলাকায় বিজিবি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের সময় বিজিবি সদস্যদের গুলিতে এক পাহাড়ি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে যৌথবাহিনী কর্তৃক আরেক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছেন স্থানীয়রা।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৩টায় বিজিবি কর্তৃক এক ব্যবসায়ীর ঋণ পরিশোধের জন্য পাঠানো ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।
আহত ব্যক্তির নাম মিকেল চাকমা (২৪) পিতা- লক্ষ্মী চাকমা, গ্রাম- বাবুরো পাড়া। তার পায়ে গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ির ধুধুকছড়া এলাকার সীমানা পাড়া বাসিন্দা ইলা চাকমা (পিতা অনিল চন্দ্র চাকমা) নামে এক ব্যবসায়ী কয়েক মাস আগে ব্যবসার জন্য বিভিন্ন এনজিও থেকে ১২ লক্ষ টাকা ঋণ নেন। ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। আজ (রবিবার) তিনি ওই ঋণের ১২ লক্ষ টাকা পরিশোধের জন্য তাঁর ভাইয়ের ছেলে রিন্টু চাকমার মাধ্যমে পানছড়ি বাজারে পাঠাচ্ছিলেন। রিন্টু চাকমা টাকাগুলো নিয়ে ধূধুকছড়া থেকে পানছড়ি বাজারে যাওয়ার সময় লোগাং বিজিবি জোনে রিন্টু চাকমাকে আটকানো হয় এবং তাকে তল্লাশি করে একটি ব্যাগে ওই ১২ লক্ষ টাকা খুঁজে পায় এবং টাকাগুলো কেড়ে নেয়। এ সময় বিজিবি সদস্যরা তাকে ‘এত টাকা কার? কিভাবে পেলে? তোমার ইনকাম কেমন হয়? ইত্যাদি প্রশ্ন করতে থাকে। এতে রিন্টু চাকমা টাকাগুলো এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধের টাকা বলে উত্তর দিলে বিজিবি সদস্যরা তা মেনে না নিয়ে টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী রিন্টু চাকমার পরিবারের পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা ও চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমাকে জানান এবং তাদের মাধ্যমে বিজিবির সাথে ফয়সালা করার চেষ্টো করেন। কিন্তু বিজিবি সদস্যরা তাতে রাজী না হয়ে রিন্টু চাকমাকে আটক করে গাড়িতে তুলে থানায় নিয়ে যেতে চাইলে পরে খবর পেয়ে এলাকার জনগণ সেখানে গিয়ে এর প্রতিবাদ করেন এবং পুজগাং ব্রিজে বিজিবি সদস্যদের বহনকারী গাড়িটি আটকিয়ে দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল শুরু হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিজিবি সদস্যরা গুলিবর্ষণ করলে মিকেল চাকমা (২৪) পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এছাড়া আরো এক নারীর পিঠে সামান্য গুলির আঘাত লাগে বলে জানা গেছে।
পরে উভয়ের মধ্যে সংঘর্ষ চলার এক পর্যায়ে জনগণ বিজিবির কাছ থেকে ১২ লাখ টাকা ও রিন্টু চাকমাকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় বিজিবি সদস্যরা আবারো গুলি চালিয়ে উত্তেজিত জনগণকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরে বিজিবি সদস্যরাও স্থান ত্যাগ করে।
উক্ত ঘটনার ঘন্টা খানিক পর যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় এবং পুর্ণ রতন চাকমা (৪৫) পিতা- অমিয় চাকমা, গ্রাম- দুর্গামনি পাড়া (বর্তমানে নিচের পুজগাং বাজারে অবস্থান করেন) নামে এক ব্যক্তিকে আটক করে।
বর্তমানে পুজগাং এলাকায় যৌথ বাহিনী অবস্থান করায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন