পানছড়িতে যুব ফোরাম নেতার উপর গুলি ও আটকের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

মানিকছড়ি প্রতিনিধি ।। পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও,,রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর! খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম নেতা কল্যাণ জ্যোতি চাকমাকে গুলি করে আহত অবস্থায় আটকের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা।
আজ শুক্রবার (৬ আগস্ট ২০২১) বিকাল ৪টায় মানিকছড়ি সদর ইউনিয়নের গবমারা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংহ্লাচিং মারমা, ইউপিডিএ ‘র মানিকছড়ি ইউনিটের সংগঠক বরুণ চাকমা প্রমুখ। এতে সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক অংক্য মারমা।
বক্তারা গতকাল পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই নেতার ওপর রাষ্ট্রীয় বাহিনীর গুলিবর্ষণ ও আহত অবস্থায় যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক কল্যাণ জ্যোতি চাকমাকে আটকের নিন্দা জানান এবং এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেন।
তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের জোরে অবর্ণনীয় নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আন্দোলনকারী নেতা-কর্মীদের হয় গ্রেফতার নয় বিচার বহির্ভুতভাবে হত্যা করা হচ্ছে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ঘরবাড়িতে তল্লাশিসহ নানা নিপীড়ন তো চলছেই।
রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশ থেকে অবলিম্বে কল্যাণ জ্যোতি চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারপূর্বক তাকে নিঃশর্ত মুক্তি, তার সুচিকিৎসা নিশ্চিত করা এবং পাহাড় থেকে সেনা শাসন তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।