পানছড়িতে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় আবারো সন্তু গ্রুপের সশস্ত্র তৎপরতা, একটি বিদ্যালয় দখল নিয়ে অবস্থান

0

লোগাং উচ্চ বিদ্যালয় এলাকায় সন্তু গ্রুপের এক সশস্ত্র সন্ত্রাসীকে (গোল চিহ্নিত) দেখা যাচ্ছে। ছবি: সংগৃহিত


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৭ জুলাই ২০২৫

খাগড়াছড়ির পানছড়িতে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় আবারো জেএসএস সন্তু গ্রুপ সশস্ত্র তৎপরতা শুরু করেছে। সন্ত্রাসীরা লোগাং এলাকায় একটি বিদ্যালয় দখল নিয়ে সেখান অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, মাস দুয়েক আগে জনগণের প্রতিরোধের মুখে পড়ে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা পানছড়ি থেকে পালিয়ে দীঘিনালার নাড়াইছড়ি এলাকায় চলে যায়। সম্প্রতি গত ১৯ জুলাই রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় তারা আবার পানছড়িতে এসে ভারত সীমান্তবর্তী রূপসেন পাড়া এলাকায় অবস্থান নেয়।

এরপর গত ২০ জুলাই সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা উত্তর ধুধুকছড়া এলাকা থেকে ৪/৫ জন লোককে অপহরণ করে। পরে তাদেরকে হুমকি-ধমকি ও মারধর করে ছেড়ে দেয়।

গতকাল (২৬ জুলাই) সন্ত্রাসীরা বিজিবি’র সহায়তায় লোগাং আমতলি এলাকায় এসে সশস্ত্র তৎপরতা চালায় বলে স্থানীয়রা জানান। এ সময় বিজিবি সদস্যরা সন্ত্রাসীদের নিরাপত্তা দেয় বলে জানা যায়।

এরপর আজ (২৭ জুলাই) সকালে সন্ত্রাসী দলটি লোগাঙয়ের সুখমনি কার্বারি পাড়ায় আসে এবং সেখানে খাওয়া-দাওয়া করার পর সকাল ৯টার দিকে লোগাং উচ্চ বিদ্যালয় এলাকায় প্রবেশ করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরে ভয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য হয়।

পরে সন্ত্রাসীরা বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের ভেতর অবস্থান নিয়ে সেখান থেকে ব্রাশফায়ার করতে শুরু করলে জনমনে আতঙ্ক দেখা দেয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীরা লোগাং উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান করছিল।

এদিকে, প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসীরা বিদ্যালয়ে অবস্থান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।  

এলাকাবাসী অবিলম্বে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়টি মুক্ত করার দাবি জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More