পানছড়িতে লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমাকে লক্ষ্য করে গুলি
সিএইচটিনিউজ.কম
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান। গতকাল ২০ জুন শুক্রবার রাত ৯টার সময় পানছড়ি বাজার হাইস্কুলের সামনে থানা থেকে মাত্র ৬০-৭০ গজ দূরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সমর বিকাশ চাকমা পানছড়ি বাজার থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তিনি থানা পেরিয়ে কিছুদূর যাওয়ার পর বাজার হাইস্কুলের সামনে পৌঁছলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় ভাগ্যক্রমে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সমর বিকাশ চাকমা সিএইচটিনিউজ.কমকে বলেন, গতকাল রাত ৯টার দিকে পানছড়ি বাজার থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলাম। ফেরার পথে বাজার হাইস্কুলের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় দ্রুতবেগে মোটর সাইকেল চালিয়ে চলে যাওয়ার কারণে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছি।’
এ ঘটনায় সেটলার দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে বলে ধারণা করলেও কে বা কারা গুলি চালিয়েছে রাতের অন্ধকারে কাউকে চিনতে পারেননি বলে তিনি জানান। ঘটনাটি পানছড়ি থানায় অবগত করেছেন বলে তিনি জানিয়েছেন।
———-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।