পানছড়িতে লোগাঙ গণহত্যায় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

0

পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়িতে লোগাঙ গণহত্যার ৩০তম বার্ষিকীতে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

আজ (১০ এপ্রিল ২০২২) সন্ধ্যা ৭টার সময়ে লোগাঙ ইউনিয়নে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ এর সংগঠক সুমেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা ,হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের রিপন ত্রিপুরা।

বক্তারা ১৯৯২ সালের ১০ এপ্রিল বিডিআর, ভিডিপি, সেটলার কর্তৃক সংঘটিত লোগাঙ গণহত্যায় শহীদদের গভীরভাবে স্মরণ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে লোগাঙ গণহত্যাসহ এ যাবত ডজনের অধিক সংঘটিত গণহত্যায় যারা শহীদ হয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনগণ তাদের কখনো ভুলবে না। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের পাতায় তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা লোগাঙ গণহত্যাসহ এ যাবত সংগঠিত ডজনের অধিক গণহত্যার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তারা বলেন, সরকারকে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীর মদদে সংঘটিত সকল হত্যাযজ্ঞের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায়ে আনতে হবে। অন্যথায় এই রাষ্ট্র কখনো এর দায় থেকে মুক্ত হতে পারবে না।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে লোগাঙ গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত লোগাঙ অভিমুখে ঐতিহাসিক পদযাত্রার ভিডিও প্রদর্শন করা হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More