পানছড়িতে শহীদ কুসুমপ্রিয়-প্রদীপ লাল চাকমার স্মৃতিসৌধে চার সংগঠনের শ্রদ্ধা নিবেদন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে শহীদ কুসুমপ্রিয় চাকমা ও প্রদীপ লাল চাকমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) সকাল ৮টায় কুসুমপ্রিয়-প্রদীপ লাল চাকমা’র হত্যাকাণ্ডের ২৬ বছর উপলক্ষে পানছড়ির পুজগাঙ মুখ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাঁদের স্মরণে নির্মিত স্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপিডিএফ’র স্থানীয় সংগঠক স্বাধীন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক পিংকু চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা দপ্তর সম্পাদক দেবাশিষ চাকমা।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৪ এপ্রিল খাগড়াছড়ি সদর থেকে পানছড়ি ফেরার পথে লতিবান নামক স্থানে জেএসএস সন্ত্রাসীরা কুসুমপ্রিয় চাকমা ও প্রদীপ লাল চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এটি ছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রথম ভ্রাতৃহত্যার ঘটনা।
কুসুমপ্রিয় চাকমা ছিলেন পাহাড়ি গণ পরিষদের পানছড়ি থানা শাখার নেতা ও তৎসময়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তিনি জনসংহতি সমিতির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। আর প্রদীপ লাল চাকমা ছিলেন পাহাড়ি গণ পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।