পানছড়িতে শিশু-কিশোরদের বৈ-সা-বি র্যালি

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসু- সাংগ্রাই, বিঝু, বিষু…) উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে শিশু কিশোরদের বৈ-সা-বি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ৭টায় ‘অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র’ ব্যানারে এ র্যালির আয়োজন করা হয়।

“আসুন, উৎসবে একাত্ম হই, ঐতিহ্যের শক্তিতে বলীয়ান হয়ে স্ব স্ব জাতিসত্তার পরিচিতি তুলে ধরি” শ্লোগানে অনুষ্ঠিত র্যালিতে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে প্রায় চারশ’ শিশু-কিশোর-কিশোরীসহ সহস্রাধিক লোক অংশগ্রহন করেন।
র্যালি শুরু হওয়ার আগে সকলে মুনিপুর এলাকায় জড়ো হন। এরপর সেখান থেকে র্যালি শুরু হয়ে লোগঙ ব্রিজে গিয়ে লোগঙ নদীতে ফুল দিয়ে মঙ্গল কামনার মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়।

র্যালিতে অংশগ্রহণকারীরা “ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ কর, ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ কর, বৈসাবির চেতনা: ক্ষমা ও মৈত্রী, বৈসাবির চেতনায় সংঘাত বন্ধ কর, বৈসাবির চেতনায় ঐক্য গড়ে তুলুন, সাংগ্রাইয়ের চেতনা ঐক্যের প্রেরণা, বৈসাবি দিচ্ছে ডাক, সংঘাত নিপাত যাক, যেখানে অশান্তি সেখানে উৎসব অর্থহীন, অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হোন, স্ব স্ব জাতীয় সংস্কৃতি রক্ষা করুন” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।