পানছড়িতে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে গুলি করে হত্যা

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ জুন ২০২৪
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী হাতিমারা এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৮ জুন ২০২৪) রাতে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার হওয়া ব্যক্তির নাম বরুণ বিকাশ চাকমা (৫৫), পিতার নাম সুধীর কুমার চাকমা। তার বাড়ি পাগুজ্জেছড়িতে হলেও বর্তমানে তিনি পানছড়ির লোগাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কমল কৃষ্ণ কার্বারি পাড়ায় (হাতিমারা) বসবাস করেন।
নিহত বরুন বিকাশ চাকমা ইউপিডিএফের একজন সমর্থক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক সাড়ে ৭টার সময় বরুণ বিকাশ চাকমা স্থানীয় দোকান থেকে বাড়িতে গেলে সেখানে তার বাড়ির পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের তিনজন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির ভিতর ঢুকে তাকে গুলি করে হত্যা করে। এরপর সন্ত্রাসীরা সীমানা পাড়ার দিকে চলে যায়। যাবার সময় সন্ত্রাসীরা সীমানা পাড়ার দোকান থেকে ফাঁকা গুলি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
হত্যাকাণ্ডে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তার নাম তুঙুলো চাকমা, বাড়ি ধুধুকছড়ায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।