পানছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত তিন ইউপিডিএফ কর্মীর দাহক্রিয়া সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি. সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের হামলায় নিহত তিন ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা’র দাহক্রিয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর ২০২৪) বিকালে নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে পানছড়ির তারাবন শ্মশানে তাদের মরদেহ দাহ করা হয়।
খাগড়াছড়ি হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে আজ বিকাল ৩টায় জীপ গাড়ি যোগে তিন জনের মরদেহ পানছড়িতে নিয়ে আসা হয়। এরপর মরদেহের কফিনে ইউপিডিএফ’র দলীয় পতাকা আবৃত করাসহ দলীয় নানা আনুষ্ঠানিকতা ও মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ইউপিডিএফ সংগঠক বকুল চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মরদেহের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিন শহীদকে শ্রদ্ধা জানান ইউপিডিএফের পানছড়ি ইউনিট সমন্বয়ক আইচুক ত্রিপুরাসহ পিসিপি, ডিওয়াইএফ, নারী সংঘের নেতৃবৃন্দ ও শহীদ পরিবার বর্গ।
পরে ইউপিডিএফ পানছড়ি ইউনিট সমন্বয়ক আইচুক ত্রিপুরা শহীদ পরিবারের নিকট দলীয় পতাকা হস্তান্তর করেন।



আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইচুক ত্রিপুরা।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফে যোগ দিয়ে পূর্ণস্বায়ত্তশাসন লড়াই সংগ্রামে যুক্ত হন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। অপ্রতিরোধ্য এই সংগ্রামকে থামিয়ে দিতে ফ্যাসিস্ট হাসিনার নিয়োজিত সেনা কর্মকর্তাদের চক্রান্তে গতকাল ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা তাদেরকে নির্মমভাবে হত্যা করে।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থাানে জালিম হাসিনা সরকার পতনের পর দেশে অনেক কিছু পরিবর্তন হলেও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। সবকিছু আগের মতোই রয়েছে। হাসিনা সরকারের নিয়োজিত সেনা কর্মকর্তারা এখনো ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে খুন-খারাবি করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। যার জাজ্জ্বল্য দৃষ্টান্ত হচ্ছে গতকাল ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার ঘটনা।
আইচুক ত্রিপুরা অবিলম্বে চিহ্নিত খুনী ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি এবং নব্যমুখোশ বাহিনী ভেঙে দেয়ার দাবি জানান।
আইচুক ত্রিপুরার বক্তব্য শেষে তিন শহীদের মরদেহের কফিন বহন করে চিতায় নিয়ে গিয়ে আগুন দেয়ার মাধ্যমে তাদেরকে চির বিদায় দেওয়া হয়।


উল্লেখ্য, গতকাল বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা ইউপিডিএফের তিন সদস্য সিজন চাকমা (৫০), শাসন ত্রিপুরা (৩৫) ও জয়েন চাকমা (২২)-কে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।