পানছড়িতে সেনাদের ফাঁকা গুলি ও দুই ব্যক্তিকে আটকের নিন্দা ইউপিডিএফ’র

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন চেঙ্গী ইউনিয়নের জগ পাড়ায় দুই নিরীহ গ্রামবাসীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদেরকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র ও খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই নিন্দা ও দাবি জানান।

তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য জগ পাড়ায় গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ এবং এর কিছুক্ষণ পর দুই নিরীহ গ্রামবাসীকে আটক করে। আটককৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

ইউপিডিএফ নেতা অতীতের অভিজ্ঞাতার আলোকে আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি পক্ষ আজকের ঘটনাকে “ইউপিডিএফের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়” বলে প্রচার এবং আটককৃতদেরকে ইউপিডিএফ সদস্য অথবা ”সন্ত্রাসী” সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে পারে। এছাড়া “অস্ত্র-গুলি ও অবৈধ সরঞ্জাম উদ্ধার” নাটকও সাজানো হতে পারে।’

তিনি এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

আপডেট:

এদিকে, সকাল ৭.৪৫টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৭ জনকে আটকের তথ্য জানিয়েছেন স্থানীয়রা।

প্রথমে যে দুজনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন, সুমন চাকমা (২২),পিতার নাম সুবিজ কুমার চাকমা ও শান্ত চাকমা (২১), পিতার নাম বিজয় রতন চাকমা। তারা উভয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন চেঙ্গী ইউনিয়নের জগপাড়ার বাসিন্দা। এদের মধ্যে প্রথম জন অর্থাৎ সুমন চাকমা একজন মানসিক প্রতিবন্ধী।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More