পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই গ্রামবাসীকে আটক, পরে একজনকে মুক্তি

পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুইজন গ্রামবাসীকে আটকের পর একজনকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর ২০২১) ভোর ৪টায় তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- শুকনাছড়ি গ্রামে পঞ্চদশ চাকমার ছেলে দয়াকর চাকমা (৪৮) ও অনন্ত লাল চাকমা সমীরন চাকমা(৪৩)। তার দুইজন একই গ্রামের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ২টায় পানছড়ি সদর থেকে সেনাবাহিনীর একটি দল নালাকাবা হয়ে শুকনোছড়ি গ্রামে প্রবেশ করে। সেনাবাহিনী সদস্যরা প্রথমে ইউপিডিএফ-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো ব্যানার ফ্যাস্টুনগুলো নামিয়ে নেয়। পরে উক্ত দুইজনের বাড়িতে বিনা অনুমতিতে প্রবশে তাদেরকে ঘুম থেকে তুলে আটক করে নিয়ে যায়। তবে ক্যাম্পে নিয়ে যাওয়ার মাঝ পথে সমীরন চাকমাকে ছেড়ে দেয়া হলেও দয়াকর চাকমাকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। তাকে এখনো ক্যাম্পে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন