পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি মোটর সাইকেল চালককে নির্যাতনের অভিযোগ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে ভাড়া-চালিত এক পাহাড়ি মোটর সাইকেল চালককে সেনাবাহিনীর কিছু সদস্য শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫.৪৫ টার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগীর নাম- কালায়্যে চাকমা (৩২), পিতা- হিমেন্দ্র চাকমা, গ্রাম- প্রভু মনি পাড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কালায়্যে চাকমা একজন যাত্রী নিয়ে লোগাঙের আমতুলি এলাকা থেকে খেদারাছড়ার দিকে যাওয়ার পথে সেখানে অবস্থান করা একদল সেনা সদস্যের সামনে পড়েন। তবে সেনারা সেখানে তাকে কোনকিছু বলেনি।
পরে তিনি আরও অন্য একজন যাত্রী নিয়ে লোগাঙের শান্তি নগর বাঙালি পাড়ায় গেলে সেখানে আবার পূর্বে দেখা হওয়া সেই সেনা সদস্যদের মুখে পড়েন। এবার সেনা সদস্যরা তার কাছ থেকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এবং তাকে বলে যে, ‘বার বার কেন আমাদের সাথে তোমার দেখা হচ্ছে?”
ভুক্তভোগী কালায়্যে চাকমা ভালোভাবে বাংলা বলতে না পারায় সেনা সদস্যদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। এরপর সেনা সদস্যরা তাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে বেদম শারীরিক নির্যাতন করার পর পানছড়ি সাবজোনে নিয়ে যায়।
পরে স্থানীয় মেম্বার মোহাম্মদ সাহেব আলীর জিম্মায় সাবজোন থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
