পানছড়িতে সেনা অভিযানে আরো এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে চলমান সেনা অভিযানে আরো এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশির খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বেলা ২টার সময় লোগাং ইউনিয়নের ভারতবর্ষ পাড়ায় এ তল্লাশি চালানো হয়।
তল্লাশির শিকার গ্রামবাসীর নাম- বুলুমনি চাকমা (৪০), পিতা- মৃত. বিরেল্য চাকমা, গ্রাম- ভারতবর্ষ পাড়া, লোগাং ইউপি, পানছড়ি, খাগড়াছড়ি।
জানা যায়, আজ সকাল ১০ টার সময় পানছড়ি সাবজোন থেকে তিনটি গাড়ি যোগে ৪০/৪৫ জনের একদল সেনা সদস্য হারুবিল এলাকায় আগে থেকে অবস্থানরত সেনা সদস্যদের সাথে মিলিত হয়। পরে সেখান থেকে ৫০/৬০ জন সেনা সদস্য ধুধুকছড়ার হাতিমারা হয়ে প্রেমকুমার পাড়া ঘুরে ভারতবর্ষ পাড়ায় হানা দেয় এবং বুলুমনি চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। এ সময় সেনা সদস্যরা ভুক্তভোগীকে ‘বন্দুক’ আছে কিনা জিজ্ঞাসা করেন এবং বলেন, “বন্দুক থাকলে দেন টাকা দেব।’
পরে সেনারা মাচ্ছ্যছড়া কড়ই বাগানে চলে যায়।
এর আগে গতকাল চেঙ্গী ইউনিয়নের জগপাড়ায় সেনারা বিধবা নারী চুলুক পুদি চাকমা (৩৬), স্বামী-মৃত হিরোহিত চাকমা, বিজুরাম চাকমা (৫৫), পিতা- অজ্ঞাত ও প্রদীপ চাকমা (৪০), পিতা-রাঙামরত চাকমা- এই তিন জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
অন্যদিকে, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা প্রেমকুমার পাড়া ও মাচ্ছ্যছড়া কড়ই বাগানের পার্শ্ববর্তী বিরজয় পাড়া ও মার্গবাজার এলাকায় প্রকাশ্যে অবস্থান করছে বলে জানা গেছে। গতকালও তারা ওই এলাকায় অবস্থান করেছিল। তবে তারা সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও সেনাবাহিনী তাদেরকে কোন কিছু করছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।