পানছড়িতে সেনা তল্লাশি, এক ব্যক্তিকে মারধর, আরেকজনকে আটকের চেষ্টা

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৬ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর সদস্যরা ঘরবাড়িতে তল্লাশি ও একজনকে আটকের চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের প্রতিরোধের কারণে আটকের চেষ্টা ব্যর্থ হয়।
জানা যায়, আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর ৪টার সময় খাগড়াছড়ি সদর থেকে ৯টি গাড়িযোগে দেড় শতাধিক সেনা সদস্য পানছড়ির যুবনাশ্ব পাড়ায় হানা দেয়। সেনারা পুরো গ্রামটি ঘেরাও করে গ্রামবাসীদের জিম্মি করে রাখে। এ সময় সেনারা জগৎসেন পাড়ার কার্বারি আতিক মনি চাকমা (৪৫), পিতা- জগৎসেন চাকমাকে মারধর করে।
পরে সেখানে ইউপিডিএফের এক সদস্যের বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায় ও বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। বাড়ি তল্লাশির পর সেনারা কম্বলসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়।
চলে যাওয়ার সময় সেনা সদস্যরা মঙ্গল জ্যোতি চাকমা (৪০), পিতা- সুসেন চাকমা-কে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা প্রতিরোধ করে তাকে সেনাদের হেফাজত থেকে ছাড়িয়ে নেয়।
সেনাদের সাথে ঐতিহ্য চাকমা নামে একজন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী ছিল বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।