পানছড়িতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০০ জনের বিরুদ্ধে বিজিবির মামলা!

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির পানছড়িতে গত ২৪ সেপ্টেম্বর লোগাং বিজিবি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে এক ব্যক্তির কাছে থাকা সাড়ে ১২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বিজিবি সদস্যরা ওই ব্যক্তি ও তার সাথে মোটর সাইকেলে থাকা আরেক ব্যক্তিকে আটক করে। পরে এ খবর জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত টাকা ফেরত ও আটক ব্যক্তিদের ছেড়ে দেয়ার দাবি জানায়। কিন্তু বিজিবি এলাকাবাসীর দাবি না মেনে টাকাসহ ওই ব্যক্তিদের থানায় নিয়ে যেতে থাকলে বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পুজগাং ব্রিজ এলাকায় বিজিবির গাড়ি অবরোধ করে। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের সূত্রপাত হয় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়া টাকা ও আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। এমতাবস্থায় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া ধস্তাধস্তিতে বিজিবির কয়েকজন সদস্যও আহত হন বলে জানা গেছে।

উক্ত ঘটনার জের ধরে গতকাল (২৫ সেপ্টেম্বর) বিজিবি ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০০/৬০০ জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে (মামলার ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯ পেনাল কোড)। মামলাটি দায়ের করেন লোগাং বিজিবি ক্যাম্পের নাঃ সুবেঃ মো: মোফাজ্জল হোসেন।

মামলায় চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমার স্ত্রীসহ তিন জন নারীর নামও আসামির তালিকায় রয়েছে।

এদিকে, এ মামলা বিষয়ে এলাকার মুরুব্বী ও সচেতন ব্যক্তিবর্গ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিজিবির দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলার ফলে এলাকার সাধারণ জনগণ নানা হয়রানি ও নিপীড়নের শিকার হতে পারেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হন সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More