পানছড়িতে ৩ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড়কলক গ্রামে সেনাবাহিনী তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ভোর সাড়ে ৪টার সময় চাম্মে আদামে স্থাপিত অস্থায়ী ক্যাম্প থেকে ৩০/৩৫ জনের একদল সেনা সদস্য পায়ে হেঁটে বড়কলক গ্রামে হানা দেয়। এ সময় সেনারা তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১. সুগন্ধ চাকমা (৫০), পিতা- জিতেন্দ্র চাকমা, ২. মঙ্গল চাকমা (৪০) পিতা মৃত জগদীশ চন্দ্র চাকমা ও ৩. জিত্তো চাকমা (২৭), পিতা শান্তিময় চাকমা ঠিকানা।
তল্লাশিকালে সেনা সদস্যরা ‘ইউপিডিএফের লোকজন কোথায় থাকে, কতজন থাকে” সহ নানা হয়রানিমূলক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে।
কিন্তু তল্লাশির পরও কোন কিছু না পেয়ে সেনারা চলে যায়।
উল্লেখ্য, গত ১ মাস যাবত প্রায় ১৫০ জন সেনা সদস্য পানছড়ির লোগাঙ ইউনিয়নের বিভিন্ন জায়গায় অস্থায়ী সেনা ক্যাম্প বানিয়ে অবস্থান করছে। সেখান থেকে তারা বিভিন্ন গ্রামে অভিযানের নামে সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়ি তল্লাশি, জিনিসপত্র লুটপাটসহ নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে।
কিন্তু জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থানস্থল মাচ্ছ্যছড়া ও দুধুকছড়া এলাকায় তারা কোন অভিযান পরিচালনা করছে না। সন্তু গ্রুপ প্রকাশ্যে সশস্ত্রভাবে ঘোরাফেরাসহ নানা অপকর্ম করলেও সেনারা তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
