পানছড়ির জগপাড়ায় এক নারীসহ ৬ গ্রামবাসী সেনাবাহিনীর নির্যাতন-হেনস্তার শিকার

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের জগৎ মোহন পাড়ায় (জগ পাড়া) এক নারীসহ ৬ গ্রামবাসী সেনাবাহিনীর নির্যাতন ও হেনস্তার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪টার সময় পানছড়ি সাবজোন থেকে একদল সেনা সদস্য জগপাড়ায় হানা দেয় এবং ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়ায়।
কিছুক্ষণ পর সেনারা দুই কিশোরসহ তিনজনকে আটক করে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করে।
এরা হলেন- সুপ্রভাত চাকমা (২৬), পিতা- লালেন্দ্র চাকমা, নিশান্ত চাকমা (১৭), পিতা- বিজয় রতন চাকমা (মানেক) ও রিপেন চাকমা (১৪), পিতা- নুয়ারাম চাকমা।
এরপর আটক উক্ত তিনজনকে সেনাদের কাছ থেকে ছাড়িয়ে আনার জন্য গ্রামের কার্বারি বিশ্বমনি চাকমা (৬৪), পিতা- মৃত সুরেন্দ্র লাল চাকমা, ৬নং ওয়ার্ডের মেম্বার রুপক চাকমাসহ স্থানীয় নারীরা সেখাানে গেলে সেনারা কার্বারি ও মেম্বারকে হেনস্তা করে। কার্বারি বিশ্বমনি চাকমাকে বেঁধে কয়েকটি চড়-থাপ্পড় দেয় এবং মেম্বার রুপক চাকমাকে নানা হেনস্তা করে। এছাড়া সেনাদের নির্যাতনের শিকার হয়েছেন তুঙ্গপতি চাকমা (কিনাবালা), বয়স: ৪০ নামে এক নারী। তিনি বিজয় রতন চাকমা (মাানেক)-এর স্ত্রী।
এ সময় সেনারা তুঙ্গপতি চাকমাকে তাদের ঘর ভেঙে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে।
পরে সবাইকে ছেড়ে দিয়ে সেনারা পানছড়ি সাবজোনের দিকে চলে যায়।
সেনাদের সাথে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী আলো চাকমা, রমেল চাকমা (কালাকচু) ও নীতিদত্ত চাকমা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে, পানছড়ির জগপাড়ায় সেনাবাহিনীর ফাঁকা গুলিবর্ষণ ও আটকের ঘটনায় আজ সকাালে ইউপিডিএফ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সেনাবাহিনী ‘গোলাগুলি ও অস্ত্র উদ্ধার’ নাটক সাজাতে পারে আশঙ্কা প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি দেয়।
উল্লেখ্য, সম্প্রতি পানছড়ির চেঙ্গী ইউনিয়নের জগপাড়াসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সেনাবাহিনী অভিযানের নামে জনগণকে নিপীড়ন-হয়রানি করছে। এতে এলাকার জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ফলে এলাকার জনগণ যে কোন সময় সেনাবাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।