পানছড়ির জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে সংগ্রামী অভিবাদন জানালো ছাত্র ইউনিয়ন

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)-এর সন্ত্রাসের মুখে পানছড়ির জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে সংগ্রামী অভিবাদন জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করে তুলতে সকল বহুত্ববাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি এক যৌথ বিবৃতিতে বলেন, “পার্বত্য চট্টগ্রামের গণমাধ্যমগুলি কর্তৃক আমরা জানতে পেরেছি যে, ২৪শে সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাঙ এলাকায় বিজিবি এক ব্যক্তিকে ১২ লাখ টাকাসহ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সাথে স্থানীয় জনগণের সংঘর্ষ হয়। বর্ডার গার্ডের সদস্যরা গুলি চালালে বাবুরো পাড়া গ্রামের বাসিন্দা মিকেল চাকমা গুলিবিদ্ধ হন।

আমরা জেনেছি যে, পানছড়ির ধুধুকছড়া এলাকার বাসিন্দা ইলা চাকমা তার ব্যবসার জন্য কিছু দিন আগে একটি এনজিওর থেকে একটি ঋণ নিয়েছিলেন। সেই ঋণ শোধ করার জন্য তিনি তার ভাইয়ের ছেলে রিন্টু চাকমাকে ১২ লাখ টাকা দিয়ে পানছড়ি বাজারে পাঠান। পথে লোগাং বিজিবি জোনে রিন্টু চাকমাকে আটকানো হয় এবং তাকে তল্লাশি করে বিজিবির সদস্যরা টাকা খুঁজে পায়। টাকার উৎস নিয়ে রিন্টু চাকমার ব্যাখ্যা শোনার পরও তারা টাকা ফিরিয়ে না দিয়ে উল্টো টাকাসহ তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় জনগণ সেখানে উপস্থিত হয়ে পুজগাং ব্রিজে বিজিবি সদস্যদের বহনকারী গাড়িটি আটকিয়ে দেয়। জনগণ প্রতিবাদ জানালে বিজিবির সদস্যরা গুলি চালায় এবং পুরোদস্তুর সংঘর্ষ পরিস্থিতি সৃষ্টি হয়। এই সময়ই মিকেল চাকমা আহত হন। জনগণ এক পর্যায়ে অর্থসহ রিন্টু চাকমাকে উদ্ধার করে। গুলিবর্ষণের মধ্য দিয়ে জনগণকে শেষ পর্যন্ত বিজিবি ছত্রভঙ্গ করতে সক্ষম হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে পূর্ণ রতন চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে।”

নেতৃদ্বয় উদ্বেগ ব্যক্ত করে আরও বলেন, “এটা খুবই হতাশাজনক যে জাতীয় গণমাধ্যমে এই খবর স্থানই পাচ্ছে না। শুধু এই ঘটনার ক্ষেত্রেই নয়, ২৩শে সেপ্টেম্বর দীঘিনালায় নারী নেত্রী অ্যান্টি চাকমা, শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণ করার যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তাও জাতীয় গণমাধ্যমে তেমনভাবে প্রচারিত হচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি খুবই সঙ্গীন। সেই পরিস্থিতিকে সারাদেশের সামনে আনতে গণমাধ্যমগুলোকে সাহসী ভূমিকা নিতে হবে।”

ছাত্র ইউনিয়নের এই দুই কেন্দ্রীয় নেতা আরও বলেন, “আমরা পানছড়ির জনগণকে সংগ্রামী অভিবাদন জানাই। রাষ্ট্রীয় বাহিনীগুলো যখন জানমালের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে ওঠে, নিখাদ সন্ত্রাসীর ভূমিকা পালন করে, তখন প্রতিরোধ করাই জনগণের বেঁচে থাকার এক মাত্র উপায়ে পরিণত হয়। সশস্ত্র উৎপীড়কের বিরুদ্ধে সংঘবদ্ধ মানুষের এহেন প্রতিরোধের ঘটনা সারাদেশের মুক্তিকামী জনগণের জন্যই একটি অনুপ্রেরণা।

আমরা পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করতে সকল বহুত্ববাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে পানছড়ির মানুষের পাশে দাঁড়াতে এবং পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করে তুলতে আহ্বান জানাই।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাঈন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতিটি দেওয়া হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More