পানছড়ির বীরজয় পাড়ার বাসিন্দারা সন্তু গ্রুপের কাছে জিম্মি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ ইউনিয়নের মাচ্ছ্যছড়া এলাকার বীরজয় পাড়ার বাসিন্দারা জেএসএস সন্তু গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোগাঙ ইউনিয়ন সদর থেকে পাড়াটির দূরত্ব এক বা দেড় কিলোমিটারের মতো। পাড়াটির বাসিন্দারা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের। প্রায় ২০/২৫ দিন ধরে সন্তু গ্রপের ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল সেখানে অবস্থান করছে।
পাড়াবাসীদের অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর তারা (সন্তু গ্রুপের লোকেরা) পাড়ার বাসিন্দা পরিমল ত্রিপুরা (৪২), পিতা- খজেন্দ্র ত্রিপুরা নামে একজনকে অমানুষিক শারীরিক নির্যাতন করেছে। কিন্তু চিকিৎসার জন্য পাড়ার বাইরে যেতে দেয়নি। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
তারা তাদের বিশ্বস্ত লোকজন ছাড়া পাড়ার প্রায় লোকজনের মোবাইল জব্দ করেছে। বাইরে কোথাও যেতে হলে তাদের অনুমতি ছাড়া যাওয়া যায় না- এমন অভিযোগ করেন পাড়াবাসীরা।
এছাড়া মাচ্ছ্যেছড়া এলাকা থেকেও তারা অনেকের কাছ থেকে মোবাইল জব্দ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্তু গ্রুপের সশস্ত্র দলটির কমান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন দীঘল চাকমা নামে একজন। পাড়ার বাসিন্দাদের কোথাও যেতে হলে তার কাছ থেকে অনুমতি নিতে হয়। অনুমতি না মিললে বাইরে কোথাও যেতে পারছেন না পাড়াবাসীরা।
পাড়ার বাসিন্দা এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।