পানছড়ির মরাটিলায় এক পাহাড়িকে ঘর নির্মাণে বিজিবি’র বাধা

পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলায় এক নিরীহ পাহাড়িকে বসতঘর নির্মাণে বিজিবি বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যাকে ঘর নির্মাণে বাধা দেওয়া হয় তার নাম টুটরো চাকমা (৩০), পিতা- নরম চাকমা।
জানা যায়, আজ মঙ্গলবার (১ ফেব্রয়ারি ২০২২) টুটরো চাকমা নিজের বসতঘর নির্মাণ করার সময় সকাল ১১টার দিকে ঝর্ণাটিলা ক্যাম্প হতে ১৫/২০ জনের একদল বিজিবি সদস্য সেখানে উপস্থিত হয়ে তাকে ঘর নির্মাণে বাধা প্রদান করে। তাদের বাধা না শুনলে মামলা দেওয়া হবে এবং উচ্ছেদ করা হবে বলেও বিজিবি সদস্যরা তাকে হুমকি দেয়। সেখানে ঘর নির্মাণ কিংবা জঙ্গল পরিষ্কার করতে হলে সরকার বা বিজিবি’র অনুমোদন থাকতে হবে বলে বিজিবি’র সদস্যরা জানিয়ে দেয়।
বিজিবি’র এমন বাধা প্রদানের ফলে ঐ এলাকার নিরীহ পাহাড়িরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন