পানছড়ি ও তাইন্দংয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ির পানছড়ি ও তাইন্দংয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ৮টায় পানছড়ি সদর ইউনিয়নে দলীয় সংগীতের মাধ্যমে ইউপিডিএফের পানছড়ি ইউনিট সমন্বয়ক আইচুক ত্রিপুরা দলীয় পতাকা উত্তোলন করেন।

এরপর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে ইউপিডিএফের পক্ষে আইচুক ত্রিপুরা, শহীদ পরিবার বর্গ, পিসিপি, ডিওয়াইএফ, নারী সংঘ ও এলাকাবাসী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্র জনতা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনীল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পরান্তু চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, উপজেলা সভাপতি মিনতি চাকমা, পূর্ণবাঁশী কার্বারি ও যুব সভাপতি কিলন চাকমা।

ইউপিডিএফের পানছড়ি সমন্বয়ক আইচুক ত্রিপুরা উপস্থিতিদের উদ্দেশ্য পার্টির কেন্দ্রীয় বার্তা পাঠ করে শোনান ও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন।

আইচুক ত্রিপুরা বলেন, পার্টির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা এখানে এমন একটা সময়ে পালন করছি, যখন এক প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, একদিকে পানছড়ি অঞ্চলে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান, অন্যদিকে সন্তু লারমার জেএসএস-এর নানান অপতৎপরতা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা খুব ছোট পরিসরে ২৬তম বার্ষিকী পালন করছি।

তিনি জাতির বেইমান ও সেনাবাহিনীর এজেন্ডা বাস্তবায়নকারীদের রুখতে ইউপিডিএফের পাশে থাকার আহ্বান জানান।

তাইন্দংয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং এলাকায় সকাল ১০টায় ‘আমরা করবো জয়’ গানটি বাজিয়ে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন শহীদ কাথাং ত্রিপুরার সহধর্মিনী ও শহীদ রুহিন ত্রিপুরার সহধর্মীনি।

ইউপিডিএফের পতাকা উত্তোলন করছেন শহীদ পরিবারের সদস্যরা।

পতাকা উত্তোলন শেষে অস্থায়ী সৃতিস্তম্বে পার্টি ও শহীদ পরিবারবর্গ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পার্টির কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান পার্টির স্থানীয় সংগঠক কলম্বাস চাকমা। এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠক শান্ত ত্রিপুরা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More