পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক ৭ ছাত্রকে আটক
পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূর্ব নালকাটা গ্রাম থেকে স্কুল ও কলেজ পড়ুয়া ৭ ছাত্রকে সেনাবাহিনী আটক করে নিয়ে গেছে।
আজ রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পানছড়ি সাবজোনের নায়েক সুবেদার আরিফ এর নেতৃত্বে দুটি পিকআপযোগে একদল সেনা সদস্য পুর্বনালকাটা গ্রামে হানা দেয়। এ সময় সেনারা সেখান থেকে বিনা কারণে ৭ জন ছাত্রকে আটক করে নিয়ে যায়।
আটককৃতরা ছাত্ররা হলেন- পূর্ব নাকাটা গ্রামের বাসিন্দা দলায়্যা চাকমার ছেলে স্কুল পড়ুয়া ছাত্র পুলিন চাকমা (১৭), নিপুন চাকমার ছেলে কলেজ পড়ুয়া ছাত্র পাবেল চাকমা(১৯), বড়হুলো চাকমার ছেলে স্কুল পড়ুয়া অতিশ চাকমা(১৭); প্রাইমারী স্কুল শিক্ষক দিগেন্দ্র তালুকদার ছেলে কলেজ পড়ুয়া রিকেন তালুকদার( ২৭) ও বিকেন তালুকদার(২৪), মনিরাম চাকমার ছেলে স্কুল পড়ুয়া জুনেল চাকমা(১৭) ও ললিত মোহন কার্ববারী পাড়ার বাসিন্দা বিন্দু কুমার চাকমার ছেলে সুমেন্তু চাকমা(১৮)।
এছাড়া নেলসন চাকমা নামে অপর আরো একজনকে নালকাটা দোকান পযন্ত নিয়ে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।
আটকের পর ছাত্রদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি।