পানছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক নিরীহ গ্রামবাসীকে অপহরণ

পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলাবাগান (আদি ত্রিপুরা পাড়া) এলাকা থেকে আজ শনিবার (৫ ফেব্রয়ারী ২০২২) রাত সাড়ে ৮টার সময় সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা এক নিরীহ গ্রামবাসীকে অপহরণ করেছে বলে জানা গেছে।
অপহৃত ব্যক্তির নাম কাঞ্চন ময় ত্রিপুরা (৪৯), পিতা-অজ্ঞাত, গ্রাম-কলাবাগান(আদি ত্রিপুরা পাড়া)।
জানা যায়, পানছড়ি বাজারের শুকতারা বোর্ডিংযে অবস্থানরত সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের ৫/৬ জনের একটি সশস্ত্র দল রাত সাড়ে ৮ টার সময় সিএনজি যোগে পানছড়ি সদর ইউনিয়নের কলাবাগান এলাকার রাস্তা থেকে কাঞ্চন ময় ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর তাকে সেনাবাহিনীর পানছড়ি সাব-জোনে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
