পার্বত্য চট্টগ্রামকে তথাকথিত ‘জেলায় উন্নীতকরণ’ উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪
পার্বত্য চট্টগ্রামকে তথাকথিত ‘জেলায় উন্নীতকরণ’ (১৮৬০) উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার ‘শাসকগোষ্ঠির রচিত ইতিহাস ছুঁড়ে ফেলুন, প্রকৃত ইতিহাস জানুন’ শ্লোগানে ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট এই সভার আয়োজন করে। ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপিডিএফের মধ্যে অক্ষয়, আতিক, সোহেল ও অজল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বীর চাকমা ও সাধারণ সম্পাদক নিখেল চাকমা, পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা সভাপতি পলেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা। সভায় এলাকার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।