পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা বৈষম্যের শিকার : হিউম্যান রাইটস ওয়াচ

0

ডেস্ক রিপোর্ট।। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশের ২০১৭ সালের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।(বিস্তারিত দেখুন: https://www.hrw.org/world-report/2018)

এতে বলা হয়েছে, ‘পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা বাংলাদেশ নিরাপত্তা বাহিনী ও সমতল থেকে আসা বাঙালি সেটলারদের দ্বারা দশকের পর দশক ধরে বৈষম্য, বলপূর্বক বাস্তুচ্যুতি, হামলা, উচ্ছেদ এবং সম্পদ হানির শিকার হয়ে আসছেন। গত জুন মাসে বাঙালি দাঙ্গাকারীরা লংগদুতে পাহাড়িদের ১০০টি বাড়ি পুড়িয়ে দেয়। এ সময় আর্মি ও পুলিশ নীরব দর্শকের মতো ছিল বলে জানা যায়।’

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সম্পর্কে বলা হয়েছে, ‘গত মধ্য জুনে কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের পর পার্বত্য চট্টগ্রাম এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে; এতে ১৬০ জনের অধিক লোক মারা যায় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। পরিবেশবাদীরা এর জন্য অপরিকল্পিত বসতিস্থাপন এবং বর্তমান আইনের দুর্বল প্রয়োগের কারণে বনধ্বংস হয়ে যাওয়াকে দায়ি করেছেন।’

‘নারীর অধিকার’ শিরোনামে আদিবাসী নারীদের বিষয়ে বলা হয়েছে, “আদিবাসী নারীরা তাদের লিঙ্গ, আদিবাসী পরিচয় এবং আর্থ-সামাজিক মর্যাদার কারণে বহু প্রকার বৈষম্যের শিকার হয়েছেন, এবং তারা বিশেষত যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতার শিকার হন।’
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More