পার্বত্য চট্টগ্রামে চলছে দ্বিতীয় দিনের অবরোধ

0

পার্বত্য চট্টগ্রামে চলছে দ্বিতীয় দিনের অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও গুলি করে হত্যা-জখমের প্রতিবাদে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। শহর কেন্দ্রিক টমটম ও অটোরিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, বাঘাইছড়িসহ উপজেলাগুলোতে আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ।

৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ সকাল ৬টা থেকে রামগড়ের খাগড়াছড়ি-ঢাকা সড়কে, মানিকছড়িতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে, খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থান, পানছড়ি, নান্যাচরসহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

অবরোধ চলাকালে খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী পিকেটারদের বাধা দেয় ও লাঠিচার্জ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দোকান থাকা নিরীহ দুই ব্যক্তি সেনাবাহিনীর মারধরের শিকার হন বলে জানা যায়। অপরদিকে রামগড়ে বিজিবি পিকেটারদের বাধা প্রদান করে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More