পার্বত্য চট্টগ্রামে জুম্মোদের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিজোরামের রাজীবনগরে বিক্ষোভ

0
পার্বত্য চট্টগ্রামের জুম্মোদের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিজোরামের রাজীব নগরে বিক্ষোভ করেন সেখানকার চাকমারা।

আন্তর্জাতিক ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জুম্মদের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে মিজোরামের মামিত জেলার রাজীবনগরে বিক্ষোভ করেছেন সেখানকার চাকমা জাতিসত্তার লোকজন।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৮টার সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার জনের অধিক লোক জমায়েত হন।

এতে বক্তব্য রাখেন জ্ঞান রঞ্জন চাকমা, অরুণ ময় চাকমা, জিনপ্রিয় ভান্তে প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্মোদের উপর বাঙালি সেটলার ও সেনাবাহিনী মিলে যে নৃশংস হামলা করে হত্যা, জখম, ঘরবাড়ি, বৌদ্ধবিহার ধ্বংস করে দিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার ও শাস্তি প্রদান করতে ড. ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে তারা পার্বত্য চট্টগ্রামের জুম্মোদেরকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন।

সমাবেশ শেষে YCA হল থেকে মিছিল নিয়ে ত্রিপুরা-মিজোরাম সংযোগ সড়ক প্রদিক্ষণ করে স্থানীয় সময় ১০ টা ৩০ মিনিটে বিক্ষোভটি শেষ হয়।

এর আগে গতকাল (রবিবার) মিজোরামের কমলানগরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More