পার্বত্য চট্টগ্রামে পাক আগ্রাসন দিবসে বর্মাছড়িতে আলোচনা সভা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি ।। ১৯৪৭ সালের ২০ আগস্ট পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আগ্রাসনের ৭৪ বছর উপলক্ষে লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ইতিহাস অনুসন্ধানে নতুন প্রজন্ম’ এর উদ্যোগে আজ শুক্রবার (২০ আগস্ট ২০২১) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা।
সভা শুরুতে অধিকার আদায়ের জন্য এ যাবত যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
ইউপিডিএফের সংগঠক সুনীল চাকমার সভাপতিত্বে ও সদস্য জ্যোতিময় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পাক আগ্রাসনের উপর বুকলেট পড়ে শোনার ইউপিডিএফ সদস্য বিবেক চাকমা।

‘অস্তিত্ব রক্ষার্থে সংগঠিত হোন, আন্দোলন গড়ে তুলুন’ এই আহ্বানে ও “ ’৪৭-এ ক্ষমতা হস্তান্তর পার্বত্য চট্টগ্রাম-এর ওপর অবিচার” এই শ্লোগানে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জ্যাসি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।
সভায় এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ’৪৭ সালে দেশভাগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করে পাহাড়ি জনগণের উপর চরম অবিচার করা হয়েছে। বিটিশ ঔপনিবেশিক শাসকদের কূটকৌশলের ফলে ’৪৭ সালের আজকের দিনে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের আগ্রাসনের শিকার হয়। যার ফল আজো ভোগ করতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামবাসী পাহাড়িদের।
বক্তারা আরো বলেন, সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, পশ্চিম পাকিস্তান কর্তৃক দীর্ঘদিন যারা (পূর্ব পাকিস্তানের জনগণ) নিপীড়ন-নির্যাতন, হত্যার শিকার হয়েছে, ’৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর তারাই পাকিস্তানি শাসকদের কায়দায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর নিপীড়ন-নির্যাতন জারি রেখেছে। বর্তমান সময়ে এসে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল দাবিদার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামে এক চরম দমনমূলক পরিস্থিতি সৃষ্টি করে পাহাড়িদের উপর জুলুম চালিয়ে যাচ্ছে।
সভা থেকে বক্তারা ’৪৭ সালের ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে সুসংগঠিত হয়ে পার্বত্য চট্টগ্রাম রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।