পার্বত্য চট্টগ্রামে পাক আগ্রাসনের ৭৪ বছর উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা

পানছড়ি প্রতিনিধি ।। পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানের আগ্রাসনের ৭৪ বছর উপলক্ষে আজ ২০ আগস্ট ২০২১, খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা করেছে সচেতন ছাত্র ও যুব সমাজ।
আজ সকাল ১১:৩০টার সময় ‘তথাকথিত ‘দেশ ভাগের’ বলী পাহাড়িদের প্রকৃত ঘটনা জানতে দিন’ এই শ্লোগানে এবং ‘নব্য পাক হানাদারদের’দৌরাত্ম্য রোধে ছাত্র-জনতার লড়াই সংগ্রামে জোরদার করুন’ এই আহ্বানে অনুষ্ঠিত আলোচনা সভায় সুরমঙ্গল চাকমার সভাপতিত্বে ও সচেতন যুব সমাজের প্রতিনিধি রিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সচেতন ছাত্র সুনিল চাকমা, পানছড়ি সদর ইউনিয়নের জনপ্রতিনিধি সঞ্চয় চাকমা, ইউপিডিএফ এর প্রতিনিধি সার্জেন চাকমা ও সচেতন ছাত্রী ফিপা চাকমা প্রমুখ ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে৭৪ বছর আগে স্বাধীন-স্বতন্ত্র শাসন ব্যবস্থা ছিল। ব্রিটিশ শাসন অবসানের পর পার্বত্য চট্টগ্রামকে অন্যায়ভাবে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়। ফলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের আশা-আকাঙ্ক্ষাকে গুড়িয়ে দিয়ে পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট সশস্ত্র আগ্রাসন চালিয়েছিল। পার্বত্য চট্টগ্রামে সে সময় হতে মুসলিম সেটলার অনুপ্রবেশ করতে থাকে এবং কাপ্তাই বাঁধ দিয়ে শতশত পাহাড়ি পরিবারকে উচ্ছেদ ও জায়গা জমি পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে ’৭১ সালে পাকিস্তানের সাথে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও পাহাড়িরা তাদের স্বাধীন-স্বাতন্ত্র্য অধিকার ফিরে পায়নি। পাহাড়ে প্রতিনিয়ত ভূমি বেদখল, ধর্ষণ, হত্যা চালানো হচ্ছে। পর্যটনের নামে পাহাড়িদের ভূমি কেড়ে নিয়ে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে। সন্ত্রাসী খোঁজার নামে পাহাড়িদের ঘর-বাড়ি তল্লাশি, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকার পাঠ্যপুস্তকে পাহাড়ি জাতিসতত্তাদের অপমান ও তাদের বীরত্বের ইতিহাস জানতে দিচ্ছে না, বরং চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতালসহ ভিন্ন ভাষাভাষী জাতিসত্তাগুলোকে ভাগ করে শাসন-শোষণ চালাচ্ছে।
সভায় সচেতন ছাত্র-যুব সমাজের পক্ষ থেকে শাসকগোষ্ঠীর সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।